প্রতিদিন পালাই শুধু পালানোচ্ছলে৷
বারংবার ফিরে আসি কী যাদু বলে!
প্রতিদিন ফিরে আসি ফিরবোই বলে৷
ফিরতে পারিনা শুধু পালাবার ছলে!
আসি-যাই করে করে কেটে গেল বেলা৷
কী করে যে শেষ হলো সবটুকু খেলা?
ফিরে আসবোই বলে পালালাম ফের৷
এটা যে অন্তিম পালা পাইনিতো টের!
বাসা নং-৩২, রোড নং-১/১, মাদ্রাসা রোড, মুনসীপাড়া, রংপুর ৷
কারমাইকেল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ও রংপুর আইন কলেজের প্রাক্তন ছাত্র৷ খেলাধুলা, নাট্যচর্চা ও লেখালেখির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন৷
Latest posts by রবীন জাকারিয়া
(see all)
অসংখ্য ভালবাসা ও কৃতজ্ঞতা
Congratulations
লেখকের নাম দেয়া নাই৷ সার্চ করলে লেখকের নামে এটা আসে না৷ সংশোধণ করবেন please
সংশোধন করে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Great