মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অন্তিম পালা

রবীন জাকারিয়া

১০ মার্চ, ২০২২ , ৭:৪৪ অপরাহ্ণ ;

কবিতা - অন্তিম পালা - রবীন জাকারিয়া

প্রতিদিন পালাই শুধু পালানোচ্ছলে৷

বারংবার ফিরে আসি কী যাদু বলে!

প্রতিদিন ফিরে আসি ফিরবোই বলে৷

ফিরতে পারিনা শুধু পালাবার ছলে!

আসি-যাই করে করে কেটে গেল বেলা৷

কী করে যে শেষ হলো সবটুকু খেলা?

ফিরে আসবোই বলে পালালাম ফের৷

এটা যে অন্তিম পালা পাইনিতো টের!

Latest posts by রবীন জাকারিয়া (see all)

5 responses to “অন্তিম পালা”

  1. রবীন জাকারিয়া says:

    অসংখ্য ভালবাসা ও কৃতজ্ঞতা

  2. সুমি জামান says:

    লেখকের নাম দেয়া নাই৷ সার্চ করলে লেখকের নামে এটা আসে না৷ সংশোধণ করবেন please

  3. সংশোধন করে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *