মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অন্তিম পালা

রবীন জাকারিয়া

১০ মার্চ, ২০২২ , ৭:৪৪ অপরাহ্ণ

কবিতা - অন্তিম পালা - রবীন জাকারিয়া

প্রতিদিন পালাই শুধু পালানোচ্ছলে৷

বারংবার ফিরে আসি কী যাদু বলে!

প্রতিদিন ফিরে আসি ফিরবোই বলে৷

ফিরতে পারিনা শুধু পালাবার ছলে!

আসি-যাই করে করে কেটে গেল বেলা৷

কী করে যে শেষ হলো সবটুকু খেলা?

ফিরে আসবোই বলে পালালাম ফের৷

এটা যে অন্তিম পালা পাইনিতো টের!

রবীন জাকারিয়া
Latest posts by রবীন জাকারিয়া (see all)