মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অপমান

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

ইমতিয়াজ মাহমুদ

মানুষের লাথি খেতে খেতে বড় হয়েছি

তবু এখনো এতে ঠিক অভ্যাস হলো না।

প্রতিটি লাথিকেই মনে হয় প্রথম লাথি

গলাধাক্কাগুলোও থাকে একইরকম নতুন।

এখনো অভ্যাস হলো না অহেতুক চড়ে

প্রতিবারই বুক কাঁপে, ভারসাম্য হারাই,

মাথাটা এদিক থেকে ওদিকে যায় সরে।

প্রতিবারই বুক কাঁপে, ভারসাম্য হারাই,

আমার মাথা মানুষের পায়ে পায়ে ঘোরে!