মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অপ্রেমিকা

সুমাইয়া তাসনিম স্মৃতি 

১০ ফেব্রুয়ারি, ২০২১ , ৯:০৮ অপরাহ্ণ

কবিতা - অপ্রেমিকা

তুমি আমারে বুঝায়া দিলা তুমি আমার না

তুমি আমারে বুঝায়া দিলা তুমি আর ফিরবা না

তুমি আমারে বুঝায়া দিলা আমি অযোগ্য

আমি উড়নচণ্ডী, আমি অপ্রেমিকা।

তবুও আমি তোমার নাম জপি,

জপতেই থাকি,

জপতে জপতে আমার রাত কাইটা যায়, ভোর হয়।

আলো দুয়ারে আসে কিন্তু আমারে ছুঁইতে পারে না

আমারে ছোঁয় তোমার দেয়া বিরহ,

তোমার করা অবহেলা,

তোমার দেয়া অপমান,

আমারে ছোঁয় কবরের আন্ধার!

সুমাইয়া তাসনিম স্মৃতি 
Latest posts by সুমাইয়া তাসনিম স্মৃতি  (see all)