তুমি আমারে বুঝায়া দিলা তুমি আমার না
তুমি আমারে বুঝায়া দিলা তুমি আর ফিরবা না
তুমি আমারে বুঝায়া দিলা আমি অযোগ্য
আমি উড়নচণ্ডী, আমি অপ্রেমিকা।
তবুও আমি তোমার নাম জপি,
জপতেই থাকি,
জপতে জপতে আমার রাত কাইটা যায়, ভোর হয়।
আলো দুয়ারে আসে কিন্তু আমারে ছুঁইতে পারে না
আমারে ছোঁয় তোমার দেয়া বিরহ,
তোমার করা অবহেলা,
তোমার দেয়া অপমান,
আমারে ছোঁয় কবরের আন্ধার!