মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অবসর

মুগ্ধতা.কম

২৪ ডিসেম্বর, ২০২২ , ১১:৩৪ পূর্বাহ্ণ

কবিতা - অবসর

মুখ থুবরে পরে আছে পেন্সিলের লিট,

ডট পেনের কালি আর স্বাক্ষরের কাজে আসেনা।

শাড়ীর কুচির ভাজে সেফটিপিনে মরিচা পরবার দশা,

টিপের পাতার অবশিষ্ট টিপটিও চুপচাপ হাটুমুড়ে বসে আছে।