মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অভিনব উদ্যোগ: রঙ্গপুর বুক মিউজিয়াম

মুগ্ধতা প্রতিবেদক

২ এপ্রিল, ২০২১ , ১১:৩২ অপরাহ্ণ ;

নতুন ও ব‍্যতিক্রমধর্মী এক জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের লেখক ও সংগঠক জাকির আহমদ। ‘রঙ্গপুর বুক মিউজিয়াম’ নামে এ জাদুঘরে ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা বইয়ের পাশাপাশি বৃহত্তর রংপুরের লেখকদের বই এবং রংপুর নিয়ে লেখা বইয়েরও সংগ্রহ থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তা জাকির আহমদ।

৩০ মার্চ সন্ধ্যায় মিউজিয়াম এর শুভ উদ্বোধন করেন বর্ষীয়ান সাহিত‍্যিক, লেখক সংসদ, রংপুরের সভাপতি মতিউর রহমান বসনীয়া কাব‍্যনিধি। তিনি তাঁর লেখা রংপুরের আঞ্চলিক ভাষার অভিধান ও প্রয়োগরীতিসহ বেশকিছু বই সংগ্ৰাহক জাকির আহমদের হাতে দিয়ে রঙ্গপুর বুক মিউজিয়াম এর উদ্বোধন করেন।

রঙ্গপুর বুক মিউজিয়াম সম্পর্কে জাকির আহমদ জানান, বৃহৎ পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করলো রঙ্গপুর বুক মিউজিয়াম। আপাতত চলবে বই সংগ্ৰহের কাজ চলবে এরপর রংপুরেই সুবিধামতো স্থানে এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তিনি এর জন্য সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *