অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদেন ২২১০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে ৫ মার্চ শুক্রবার। রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাহিত্যিক সাঈদ সাহেদুল ইসলাম।
ছড়া কবিতায় সমৃদ্ধ আসরটিতে ছড়া পাঠ করেন ছড়াকার মতিয়ার রহমান, ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ছড়াকার রেজাউল করিম জীবন, রম্য গল্প পাঠ করেন কবি মাসুম মোর্শেদ।
কবিতা শোনান কবি ও সম্পাদক জাহিদ হোসেন, কবি সিরাজুন নাহার সাথী, মইনুল ইসলাম, কবি ও সুরকার ফরহান শাহিল লিয়ন, আব্দুল গোফফার, আহসান লাবিব প্রমুখ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী শরিফ উর রহমান।
আসরটি সঞ্চালনা করেন তারুণ্যের পদাবলি সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্।
১৯৭৮ সালের ৫ মে প্রতিষ্ঠা পর থেকে নিয়মিত সাপ্তাহিক আসর করে যাচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ।
Comprar Viagra Sin Receta En Farmacia Riukvz https://oscialipop.com – Cialis Hvrxmo Cialis Gjjflu Hegjap Lifestyle Changes Surgery will not cure the cause of your aneurysm. https://oscialipop.com – cheap cialis MEASUREMENTS T free T FT T thyroxine binding globulin TBG and TSH were measured in cord blood and and week venous specimens from VLBW infants and in cord blood specimens of full term infants. Touiee