মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অভিযাত্রিকের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

৬ মার্চ, ২০২১ , ১২:২১ পূর্বাহ্ণ

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদেন ২২১০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে ৫ মার্চ শুক্রবার। রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাহিত্যিক সাঈদ সাহেদুল ইসলাম।

ছড়া কবিতায় সমৃদ্ধ আসরটিতে ছড়া পাঠ করেন ছড়াকার মতিয়ার রহমান, ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ছড়াকার রেজাউল করিম জীবন, রম্য গল্প পাঠ করেন কবি মাসুম মোর্শেদ।

কবিতা শোনান কবি ও সম্পাদক জাহিদ হোসেন, কবি সিরাজুন নাহার সাথী, মইনুল ইসলাম, কবি ও সুরকার ফরহান শাহিল লিয়ন, আব্দুল গোফফার, আহসান লাবিব প্রমুখ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী শরিফ উর রহমান।
আসরটি সঞ্চালনা করেন তারুণ্যের পদাবলি সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্।
১৯৭৮ সালের ৫ মে প্রতিষ্ঠা পর থেকে নিয়মিত সাপ্তাহিক আসর করে যাচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ।

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
Latest posts by মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ (see all)