মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

অমর একুশ

আশরাফুজ্জামান বাবু

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩১ পূর্বাহ্ণ ;

অমর একুশ

শহিদ রফিক সালাম নাও আজ

যে আশাতে তুললে আওয়াজ

গগনবিদারী

ফের এসেছে দিবস তা-রি ,

অমর একুশ ফেব্রুয়ারি।

ক্ষয় হয়েছে ভাষার শোকের ?

যার দাবিতে ‘ধবল’ লোকের

ধার না ধারী ?

সেই কি দিবস ভুলতে পারি ?

অমর একুশ ফেব্রুয়ারি ।।

শুকিয়ে যাওয়া পলাশ-মালা

যার ছোঁয়াতে ভাংলো ‘কালা-

কানুন’ জারী,

সেই কি দিবস ভুলতে পারি ?

অমর একুশ ফেব্রুয়ারি ।।

যার ছোঁয়াতে ক্ষোভ দানাদার

শেষে যে বধ পাক-হানাদার

অত্যাচারী,

সেই কি দিবস ভুলতে পারি ?

অমর একুশ ফেব্রুয়ারি ।।

শিশির কণা শেখালো যার

কোনোক্রমে আমরা তো হার 

মানতে না’রি ,

সেই কি দিবস ভুলতে পারি ?

অমর একুশ ফেব্রুয়ারি ।।

খেলো যে দিন প্রথম হোঁচট

যার দাবিতে যুগল যে ঠোঁট

এই আমারি,

ফের এসেছে দিবস তা-রি

অমর একুশ ফেব্রুয়ারি ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *