ধরুন, আমি একজন কৌতুক অভিনেতা। মানুষ হাসাই—
ধরুন!
আজ আমার মৃত্যুর তৃতীয় দিন। শোকসভা চলাকালীন, পূর্বের অনুষ্ঠিত আমার ফানি—ভিডিও—ফুটেজ চলছে. ..
আর আপনি। আপনার বান্ধবীর কোলে—হাসতে— হাসতে ঢলে পড়ছেন। আপনি হালকা হয়ে যাচ্ছেন। আপনার নিজস্ব মাঠ থেকে অরণ্যশোক হারিয়ে যাচ্ছে. ..
ধরুন!
আপনি হালকা হতে—হতে বান্ধবীর প্রেমে মেখে যাচ্ছেন। আপনার সুখ এখন অরণ্যশোক মাড়িয়ে কী দারুণ দৌড়ায় শোকসভায়!