মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আজ ফাগুনে

রহমান মোস্তাফিজ

১৪ ফেব্রুয়ারি, ২০২১ , ১০:৩১ অপরাহ্ণ

রহমান মোস্তাফিজের কবিতা - আজ ফাগুনে

ভালোবাসার বাতায়নে 

স্বপ্নগুলো নাড়িয়ে,

মন খারাপের মনটাকে আজ 

দিলেম আকাশে উড়িয়ে!

বলতে ইচ্ছে হাজার কথা

তোমায় দুহাতে জড়িয়ে,

তাই তো আজ শুন্যে আমি

ভাসছি হাত-পা ছড়িয়ে!

হৃদয় আমার অশান্ত যেন

পুরানো কথা স্মরনে

মনের ভেতর হাজার কথা

রাখছি যে সবই যতনে!

ফাগুনের সব স্বপ্নগুলো

করছে আমায় আজ মাতাল,

ফাগুন তুমি আগুন হয়ে

করছো যে আজ আতাল-পাতাল!

রহমান মোস্তাফিজ
Latest posts by রহমান মোস্তাফিজ (see all)