স্থানীয় লেখকদের নিজেদের আয়োজনে আজ বৃহস্পতিবার রংপুরে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা। বিকেল চারটায় রংপুর টাউন হল চত্বরে মেলার উদ্বোধন করবেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। মেলা চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। মেলার আয়োজক সম্মিলিত সমাজ, রংপুর। লেখকদের আয়োজনে এটি পঞ্চম মেলা।
বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনজিল মুরাদ লাভলু জানিয়েছেন, এবার মেলায় ১৬ টি স্টল থাকছে। সবগুলোই রংপুরের স্থানীয় সাহিত্য সংস্কৃতিক সংগঠন এবং প্রকাশনা প্রতিষ্ঠান। মেলামঞ্চে প্রতিদিন থাকবে নানা অনুষ্ঠান। লেখক, পাঠক ও বইপ্রেমীদের নিয়মিত মেলায় আসতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।