শুনেছি, তোমার নাকি গোলাপ ফুলের চাইত পলাশ ফুল বেশি পছন্দ; মঞ্জুর করে রেখেছি,বাড়ির পেছনের জায়গাটাতে পলাশ ফুলের গাছ রোপণ করবো।
শুনেছি,তোমার নাকি নিভৃতে সময় কেটে যায় সাগর কিংবা পাহাড়ে। নৈশব্দ্যে প্রবুদ্ধ করে রেখেছি, তোমার পথের সঙ্গী হয়ে কবিদের মতো কথার স্বরে প্রমোদ দেবো তোমায়।
জেনেছি, তোমার নাকি লোহমর্ষক মন নিয়ে প্রতিদিন ভোরের রবি দেখতে ইচ্ছে করে। কখনো বা ভোরে রিক্ততার মন নিয়ে আনাগোনা পাখিদের গান শুনতে ভালো লাগে।
জেনেছি, তোমার নাকি অর্বাচীন যুগে এসেও চিঠি পড়ার সাধ জাগে। সঙ্গে গল্প বলার মানুষ থাকলে, আমন্ত্রণ করে রাখো কবিতা আবৃত্তি করতে।
জেনেছি, তোমার নাকি বৃষ্টির দিনে,জীবনের আর্তনাদ বৃষ্টির পানিতে,আর্দ্রতা করে রাখতে।
শুনেছি,তুমি নাকি ঈশ্বরের কাছে প্রার্থনায় প্রেমিক খুঁজো।