সমগ্র বিশ্বে প্রতিবছর ১২ মে International Nurses Day হিশেবে পালিত হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। তার জন্মদিনে এ দিবসটি পালন করে তাকে সম্মান জানানো হয়। ICN বা International Counsel of Nurses ১৯৬৫ সাল থেকে এ দিনটি উদযাপন করে আসছে।
আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ইটালীয় নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল হলেও নার্সিং জগতে অজানা রয়ে গেছে একজন মুসলিম নারী কথা। তিনি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বসবাস করতেন। তিনি হলেন রুফাইদা আল-আসলামিয়া রাদিআল্লাহু আনহা।
ইসলামের ইতিহাসে প্রথম পেশাদার নার্স হলেন রুফাইদা বিনতে সাদ, যিনি রুফাইদা আল-আসলামিয়া নামেও পরিচিত। যার জন্ম আনুমানিক ৬২০ সালে। রুফাইদা আল-আসলামিয়া যুদ্ধাহত সাহাবীদেরকে সেবা-শুশ্রুষা করতেন। তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে কিছু মহিলাকে সাথে নিয়ে যুদ্ধাহতদের চিকিৎসা প্রদানের জন্য একটা চেম্বার (তাঁবু) স্থাপন করে। তার সাথে থাকা অন্যান্য মহিলাদের এ বিষয়ে তিনি প্রশিক্ষণও দেন। যুদ্ধে আহত সৈনিকদের তিনি শুধুমাত্র সেবাই দিতেন না, অনেক সময় ছোটোখাটো সার্জারিও করতেন। রুফাইদা যুদ্ধের ভয়াবহতা কিংবা মরুভূমির তপ্ততাকে কখনো ভয় পেতেন না। তার স্বেচ্ছাসেবী দল নিয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে যুদ্ধাহতদের সেবাযত্ন করতেন। রুফাইদার এই সেবাকার্য শুধুমাত্র যুদ্ধের ময়দান পর্যন্তই সীমাবদ্ধ ছিলো না, তিনিই সর্বপ্রথম ‘মোবাইল কেয়ার ইউনিট’ প্রতিষ্ঠা করেন যা এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে মানুষদের সেবা প্রদান করত।
রুফাইদা আল-আসলামিয়া রাদিআল্লাহু আনহা মানবদেহ নিয়ে অনেক কৌতুহলী ছিলেন। তার বাবা ছিলেন একজন চিকিৎস৷ তিনি তাকে ছোটোবেলাতেই অসুস্থ মানুষের সেবা করা এবং বিভিন্ন ক্ষত সারিয়ে তোলা শিখিয়েছিলেন। জ্ঞাণার্জনের প্রতি রুফাইদার প্রবল আগ্রহ ছিল।
ইসলামে অসুস্থ ব্যক্তির সেবা করা এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অনেক নেকীর কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম রোগীর সেবাযত্ন করে তাহলে আল্লাহ তার কাছে ৭০ হাজার ফেরেশতা প্রেরণ করেন। এসব ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সে ব্যক্তি দিনের যে কোনো সময় রোগীর পরিচর্যা করে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। অনুরূপ যে ব্যক্তি রাতের যেকোনো সময় রোগীর পরিচর্যা করে, সকাল পর্যন্ত তারা তার জন্য দোয়া করতে থাকে। (মুসতাদরাকে হাকেম, ইবনে হিব্বান ও সহিহ তারগিব ওয়াত তারহিব: ৩/১৯৭)
রুফাইদা রাদিআল্লাহু আনহা চিকিৎসাক্ষেত্রে মুসলিম নারীদের জন্য অনন্য এক দৃষ্টান্ত। পাকিস্তানের পেশোয়ারের একটি কলেজের নাম তার নামানুসারে রাখা হয় ‘রুফাইদা (রাদিআল্লাহু আনহা) নার্সিং কলেজ’। বাহরাইনের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ‘RCS (Royal College of Surgeon)’ এর উদ্যোগে সেরা নার্সকে ‘রুফাইদা আল-আসলামিয়া এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
তথ্যসূত্র: উইকিপিডিয়া ও অন্যান্য
হাবিবুল্লাহ মিসবাহ তুবা
শিক্ষার্থী
রংপুর আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট