আপনি টিপ পরা পছন্দ করেন
তাই আমিও টিপ পরতাম।
আজ আপনি নেই আমিও
আর টিপ পরি না।
কে বলবে অমন সুন্দর করে
টিপে তোমায় দারুণ লাগে।
আমার হাতের কাচের চুরিগুলো
আপনার খুব পছন্দের ছিলো।
আপনি নেই বলে
আজ আর আমি চুরিও পরি না।
কে বলবে অমন সুন্দর করে
চুরিগুলো বেশ মানিয়েছে তোমার হাতে।
আমি আর আগের মতো হাসি না
আপনি নেই বলে আমি হাসতেও ভুলে গেছি
কে বলবে তোমার হাসিটা খুব সুন্দর।
আপনি নেই বলে আমি সব হারিয়ে ফেলেছি।
শুধু আপনি নেই বলে….