মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আবার হেসে উঠবে পৃথিবী

হাই হাফিজ

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০৭ অপরাহ্ণ

আবার হেসে উঠবে পৃথিবী

দেখো, একদিন পৃথিবী ঠিক শান্ত হয়ে যাবে,

আকাশের নীলে মিশে হাসবে, খেলবে,

আনন্দ উল্লাস করবে আবার এ পৃথিবী।

মন খারাপ করে থাকবে না বেশি দিন।

পৃথিবীর মানুষগুলো

ঠিক মানুষ হয়ে উঠবে আবার,

স্বমহিমায় সমুজ্জ্বল হবে মনুষ্যত্ববোধ।

জয় হবে মানবতার, মানব সভ্যতার।

থাকবে না কোনো অমানবিকতা,

অনাচার, অনিয়ম, অসভ্যতা।

থাকবে না কোনো

সৌহার্দ-সম্প্রীতির দেয়াল।

সাগর-মহাসাগরে

নাচবে খেলবে উত্তাল নির্মল ঢেউ।

সবুজে সবুজে আবার হেসে উঠবে প্রকৃতি।

চঞ্চল ঝর্ণাধারার ছন্দোময় নৃত্যের তালে

নাচবে সুউচ্চ পাহাড়, গাইবে পাখ-পাখালি।

সুন্দর এ পৃথিবী দেখে আনন্দে খুশিতে

আড়ালে মুচকি হাসবে বিধাতা।

শক্তি পরাশক্তি থাকবে না কোনো দম্ভ।

দেশ মহাদেশ থাকবে না কোনো বিভাজন।

থাকবে শুধু মানুষ, থাকবে মনুষ্যত্ববোধ,

শুধুই একপৃথিবী মানবতা।

হাই হাফিজ
Latest posts by হাই হাফিজ (see all)