কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের শিশু সুমাইতা সুয়াদী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্বের ফলাফলে ক গ্ৰুপে সে প্রথম স্থান অধিকার করে। আগামী ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
সুয়াদী রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক লেখক জাকির আহমদ ও নারী উদ্যোক্তা শাকিলা পারভীনের একমাত্র কন্যা। সে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর ৩য় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারসূত্রে জানা গেছে, সুয়াদী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর জেলায় আবৃত্তিতে ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত চুড়ান্ত প্রতিযোগিতায় ৬৪ টি জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীরা দেশ সেরার লড়াইয়ে অংশ নেয়। সুমাইতা সুয়াদী এতে রংপুর জেলা থেকে অংশগ্রহণ করে এবং বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে তার গ্ৰুপে ১ম স্থান অধিকার করে দেশসেরা নির্বাচিত হয়।
সুমাইতা সুয়াদী জানায়, সে তার আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিন এর কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার ১ম স্থান অধিকার করেছে।