মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আমাদের বিকেলগুলো উজ্জ্বলতর হবে একদিন

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

খলিল ইমতিয়াজের কবিতা -আমাদের বিকেলগুলো উজ্জ্বলতর হবে একদিন

আমাদের কোন বিকেল নেই। আছে মেঘে ঢাকা সূর্য ।

ওৎপেতে থাকতে গিয়ে কয়েকটি শিয়াল নেকড়ে হয়ে গেছে।

নেকড়েগুলো বড় বড় নখের আঁচড়ে থেতলে যাচ্ছে কন্যাশিশুরা।

রাষ্ট্র এখন বুনো জঙ্গল।

কুমিরেরা জল থেকে ডাঙায় এসে হায়েনা হয়ে যাচ্ছে।

 

সুন্দর সফেদ ভোরে প্রজাপতি উড়বে।

এক একটা প্রজাপতি হয়ে উঠবে দ্রুতগামী ঈগল।

এক এক করে আকাশে উড়বে হাজার হাজার ঈগল।

আকাশে ডানার শব্দে বিচলিত হবে নেকড়ে এবং হায়েনার দল।

 

ঈগলের খামচি থেকে বাঁচতে নেকড়েরা ইঁদুর হয়ে পালাবে।

অথবা পরদিন বাতাসে খবর ছড়াবে, ‘বন্দুকযুদ্ধে কালা নেকড়ে নিহত।’

আমাদের বিকেলগুলো ঝাপসা আলো থেকে উজ্জ্বলতর হবে একদিন।