আমাদের কোন বিকেল নেই। আছে মেঘে ঢাকা সূর্য ।
ওৎপেতে থাকতে গিয়ে কয়েকটি শিয়াল নেকড়ে হয়ে গেছে।
নেকড়েগুলো বড় বড় নখের আঁচড়ে থেতলে যাচ্ছে কন্যাশিশুরা।
রাষ্ট্র এখন বুনো জঙ্গল।
কুমিরেরা জল থেকে ডাঙায় এসে হায়েনা হয়ে যাচ্ছে।
সুন্দর সফেদ ভোরে প্রজাপতি উড়বে।
এক একটা প্রজাপতি হয়ে উঠবে দ্রুতগামী ঈগল।
এক এক করে আকাশে উড়বে হাজার হাজার ঈগল।
আকাশে ডানার শব্দে বিচলিত হবে নেকড়ে এবং হায়েনার দল।
ঈগলের খামচি থেকে বাঁচতে নেকড়েরা ইঁদুর হয়ে পালাবে।
অথবা পরদিন বাতাসে খবর ছড়াবে, ‘বন্দুকযুদ্ধে কালা নেকড়ে নিহত।’
আমাদের বিকেলগুলো ঝাপসা আলো থেকে উজ্জ্বলতর হবে একদিন।