মা আমার মা,
যার সমতুল্য পৃথিবীতে কোনো কিছুই না।
তিনি ডাকছেন তো-
কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ আমি,
সাড়া দিতে ব্যতিব্যস্ত।।
আদর করছেন তো-
মনে হয় যেন ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরছে।
তার অভিমানে যেন-
মনের আকাশে মেঘ জমে,
পৃথিবীর সব আলো ম্লান হয়ে আসে।
শাসন করছেন তো-
অগ্নিঝরা কণ্ঠ তার
বিপদ অথবা বিপথ থেকে উদ্ধারে তৎপর।।
তিনি তাকালে যেন-
শান্তিধারা বর্ষিত হয়,
চোখের সে দৃষ্টিতে।।
মা নেই – মন মানে না
মনে হয় আছেন তিনি
ভালোবাসার অক্সিজেন হয়ে আমার শ্বাস-প্রশ্বাসে।।
হৃদয় নিংড়ানো ভালোবাসার নির্যাস যত,
সবই তার জন্য ;
তাও মন ভরে না,
প্রাণের চেয়ে প্রিয়
মা আমার মা-
সাধ মেটে না, মেটে না পিপাসা
কতটা তৃষ্ণার্ত আমি,
জানেন সৃষ্টিকর্তা।।