মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আমি আমাকেই 

ফয়জুল হাসান

২৪ মে, ২০২১ , ১:১০ পূর্বাহ্ণ

কবিতা - আমি আমাকেই 

আমি আমাকেই করতলে নাচাই

মেঘ বানিয়ে বৃষ্টিতে ভিজি

অন্ধকার নামিয়ে আলো হয়ে তাড়াই

ইত্যবসরে ভালোবাসার মাঝে ঘৃণাকে হারাই।

আমি সৈন্য থেকে শূন্যতার দলে

তেলের বহু গুণাগুণ জানার পরেও

ব্যবসা আমার আলকাতরার,

ভালোর থেকে প্রিয় কালো।

ফয়জুল হাসান
Latest posts by ফয়জুল হাসান (see all)