যতটুকু জানলাম-
সবকিছু দেখতে নেই, জানতেও নেই আগ বাড়িয়ে
যেমন চলছি বা যেমন চলছে চলুক
আমি উল্লুক, তাই অমনই থেকে যাই আরো কিছুদিন
কিছুদিন, মানে কেয়ামতের আগে আরও একটা কেয়ামত না হওয়া অবধি।
দজ্জাল বের হয়েছে বেশ আগে, এখন শুধু…
সিংগায় ফু দেয়া মাত্র এক শ্রেণির মানুষ
মৃত্যু ভয়ে ভীত না হয়ে উল্লাস করবে আমার বিরুদ্ধে
তরবারি হাতে ছুটে আসবে কতল করার প্রত্যয়ে
আমার তখন আর কোন কিছু জেনে লাভ হবে না
তখন নাকি সবাই ইয়া নফসি ইয়া নফসি করে
মাতম তুলবে।
অতপর শিকল পরিহিত আমাকে জিজ্ঞাসা করা হবে-
আমি কার পথ অনুসরণ করেছি?
আমি কেবল আকাশের দিকে তাকিয়ে বলবো
আমাকে ক্ষমা করো হে প্রিয় স্বদেশ!