মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আমি দুঃখিত

মিকদাদ মুগ্ধ

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

মিকদাদ মুগ্ধ

আমি দুঃখিত-

তোমাকে এতোটা ভালোবাসার জন্য।

তুমি ফিরিয়ে দেওয়ার পরেও

বারবার কাছে যাওয়ার জন্য।

তোমার শহরে আমার প্রবেশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও

মুখোশ পরে বারংবার লঙ্ঘনের জন্য।

তোমার কারণে নিজের ক্ষতি করার জন্য।

শুনেছি তোমারও নাকি বেশ ক্ষতি হয়েছে?

হওয়ারই কথা,’পাগল তাড়াতে পাগল হতে হয় নিজেকে!’

আমি দুঃখিত –

তোমাকে এখনো ভালোবাসার জন্য,

তোমাকে এতোটা ভালোবাসার জন্য!

মিকদাদ মুগ্ধ
Latest posts by মিকদাদ মুগ্ধ (see all)