আমি স্বাধীনতা দেখিনি,
দেখেছি বন্দি খাচাঁয়
দুরন্ত পাখির কলরব।
আমি স্বাধীনতা দেখিনি,
দেখেছি তারুণ্যের শক্তিকে
বাধা দেয়ার অপকৌশল।
আমি স্বাধীনতা দেখিনি,
দেখেছি চঞ্চল শিশুটির
চুপচাপ নিরবতা।
আমি স্বাধীনতা দেখিনি,
দেখেছি প্রতিবাদী যুবকের
বাক স্বাধীনতার হরণ।
আমি স্বাধীনতা দেখিনি,
দেখেছি পথচলা তরুণীর
ইভটিজিং এর শিকার।
আমি স্বাধীনতা দেখিনি,
দেখেছি সন্ত্রাসীর ভয়ে
ঘুমহীন রাত্রিযাপন।
আমি স্বাধীনতা দেখিনি,
দেখেছি পরাধীনতার শৃঙ্খলে
আবদ্ধ এই ভূবন।