আল্লাহ্ তুমি মাফ করে দাও
আমরা গোনাহ্গার
সইতে খোদা আর পারিনা
তোমার সাজার ভার।
তোমার চাওয়ায় বেঁচে আছি
এইনা দুনিয়াতে
আমরা পুতুল নাচি খোদা
তোমার ইশারাতে।
চাইলে তুমি মারতে পারো
দয়া যে তোমার
সইতে খোদা আর পারিনা
তোমার সাজার ভার।
খোদা তোমার রাগগুলোযে
মৃত্যু হয়ে ঝরে
একটু দয়া করো মাবুদ
বিশ্ববাসীর তরে।
চাইছি ক্ষমা দুহাত তুলে
মিনতি আমার।
সইতে খোদা পারিনাযে
তোমার সাজার ভার।