মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আল্লাহ্ তুমি মাফ করে দাও

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

আল্লাহ্ তুমি মাফ করে দাও- শরিফুল আলম অপু

আল্লাহ্ তুমি মাফ করে দাও

আমরা গোনাহ্গার

সইতে খোদা আর পারিনা

তোমার সাজার ভার।

 

তোমার চাওয়ায় বেঁচে আছি

এইনা দুনিয়াতে

আমরা পুতুল নাচি খোদা

তোমার ইশারাতে।

চাইলে তুমি মারতে পারো

দয়া যে তোমার

সইতে খোদা আর পারিনা

তোমার সাজার ভার।

 

খোদা তোমার রাগগুলোযে

মৃত্যু হয়ে ঝরে

একটু দয়া করো মাবুদ

বিশ্ববাসীর তরে।

চাইছি ক্ষমা দুহাত তুলে

মিনতি আমার।

সইতে খোদা পারিনাযে

তোমার সাজার ভার।