মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আহমেদ অরণ্য এর কয়েকটি কবিতা

আহমেদ অরণ্য

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

আহমেদ অরণ্য এর কয়েকটি কবিতা

এবং ছায়া-কথা

ছায়ার গল্পে আমি সুখী উচ্চারণ। তথা, তুমি লুকায়িত কথা। সাধক এবং ছায়া কথা!

২.

পুরোনো ব্যথার মতো 

মাঝে-মাঝে পুরোনো ব্যথা, চিনচিন করে ওঠা-ভালো। তোমার মুখ মনে পড়ে। আর ছিটকে পড়ে বর্তমান এবং ফর্মালিনযুক্ত আপেল!

. ..

তোমার হয়তো বালাশির কথা মনে আছে, মনে আছে কি?

—কথা ছিল, শুধু পাশাপাশি বসে থাকব। হাত, কিংবা ঠোঁটের খুব কাছে দিয়েও হাঁটব না—আমরা। কিন্তু কে শোনে কার কথা! আমরা নৌকায় ছিলাম। জলের উপর। নির্জন রঙের জল আর আফিম মেশানো—বিকেলে—যেন—প্রেমের সিম্ফনি। .  ..  আহা প্রেম!

. ..

কিন্তু আমার যে—মাছের জীবন প্রিয়? 

সারাদিন—জলে সাঁতরায়, গার্লফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে যায়, আর জীবনের পাঠ শিখিয়ে—সঙ্গম শেষে, ভুলে যায় অতীত!

আর, তুমিতো পুরোনো ব্যথার মতো চিন চিন করে ওঠো—আইরিন!

৩.

মৃত্যু এবং একটি বিশ্রী কবিতা

স্বপ্ন জলসায়, মৃত্যুকে—বোকা দেখায় ভেবে—শুকনো পাতার গহীনে আর উপকরণ খুঁজি না। 

নতুন পাঠ্য বই—আর সংবিধানের গল্পে—

তোমরা আপেলকে সুন্দরী বলো—শুনে, মুক্তমনা হয়ে উঠি। এবং মুচকি হেসে তোমাদের ভুলে যাই!

২.

বিনিময় বিশেষণে শুধু কয়লা পাওয়া যায়। সাথে,

সাঁতারহীন মাছ, রাবার বিশেষ মন, আর উলঙ্গ আয়নায়, বিশ্রি একটি কবিতা।

তারপর—পথে, কুকুরটির ব্যাস্ত সময় কাটে ইতিহাস রচনায়!

আহমেদ অরণ্য
Latest posts by আহমেদ অরণ্য (see all)