ফিরে পেয়েই সব পাওয়া নয় নন্দিনী ;
গড়ে ওঠা স্বপ্নের ইমারত ধ্বসে
চুন সুরকি খসে- বিচূর্ণ দালান আজ
কতটা গাথুঁনিতে মেলাবে।
কতটা গল্প তৈরির ফুরসতে
চৈত্রের খরান দুপুরে ফিরে আসবার
আশ্বাস টুকুন ধারণ করেছো
কিঞ্চিৎ বাসনার তাড়নায়,
অনিহার অগ্নিবানে আবদ্ধ করে যেদিন
শেষ পাড়া গাঁ’র উঠোন মাড়ালে মেঠোপথ ধরে
শত ইচ্ছের ক্রীতদাস হয়ে
শীতার্ত রাতে উঞ্চতা তাপাতে !
বঞ্চিত মানবতার নিষ্ফল সময়ে
ফিরে পেয়েই সব পাওয়া নয় নন্দিনী ;
পুরনো আসবাবপত্রের মতোই ঘূর্ণায়মান
লাটিম স্থির হলেও মৃত্তিকার বুকে ক্ষতচিহ্ন
অবিরত দাপিয়ে চলে এপাশ ওপাশ।