আরো ভালোবাসতে ইচ্ছে করে
ইচ্ছে ডানায় ভর করে পাখিরা নীড়ে ফেরে। বাতাসে দোদুল্যমান ঘর এপাশ ওপাশ করে। ভালোবেসে বিদায় নেয় সুন্দর প্রকৃতির আলোকচক্র। জোনাকির আলোয় উজ্জ্বল হতে পারে না প্রকৃতি, অন্ধকার গিলে খায় কিছু অদ্ভুত সময়।
সব অন্ধকারই শেষ হয় একসময়, আলো আসে, পৃথিবীর সব আলোক লতার ফুল আলোর দিকে যায়, সূর্যের কাছে তপ্ত হতে থাকে প্রতিনিয়ত।
প্রকৃতির অপার সীমার মাঝে অসীম হয়ে বসে থাকে শিশিরস্নাত সকাল। অপেক্ষার আলো ফুটতেই ঝলছে উঠে দুপুরের তীব্রতর ক্ষণিকতা। বিকেল নামে, নামে সন্ধ্যা। সময়ের আকাশ আবারো গিলে খায়, হারিয়ে যায় অতল গভীরে।
বৈকুন্ঠিত আবেগগুলো ঘুঙুর পায়ে চলে অতি সন্তরিত পথে। প্রেমের স্বপথে বিলীন হতে চায় আবেগ।
প্রসব হয় আরো প্রেম। আলোকিত হয় প্রেমের সুরভঙ্গি। আবারো নতুনের জয়গান। অপেক্ষায় থাকে পৃথিবী আরেকটা সূর্য প্রসব করবে বলে, প্রতিদিন।