মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

উপদেষ্টা সম্পাদকের শুভেচ্ছা বার্তা

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২১ , ২:১৮ অপরাহ্ণ

উপদেষ্টা সম্পাদকের শুভেচ্ছা

আরবী ঘোড়ার পিঠে চেপে চলছে সময়। সেই সময়ের স্রোতে চেপে মুগ্ধতা ডটকম আজ এক বছরের শিশু। মুগ্ধতা ডটকম শুরু হয়েছিল নবীন ভালো লেখকদের লেখা প্রকাশের প্লাটফর্ম হিসেবে। একজন শিশুর কাছ থেকে যুবকের প্রাপ্তি আশা করা ভুল। বিগত বছর ছিল করোনা শুরুর সময়। এ সময় সামাজিক দায়বদ্ধতা থেকে জনগনকে সচেতন করার জন্য মুগ্ধতা প্রকাশ করেছে বিভিন্ন লেখা ও ইন্টারভিউ। সেসসব লেখা সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। নবীন লেখকরা উৎসাহিত হয়ে জানিয়েছে তাদের ভালোলাগার কথা। এ প্রাপ্তিও নেহাত কম না। সময় যেহেতু থেমে থাকে না,মুগ্ধতাও চলবে হাওয়ায় ভেসে,সবার ভালোবাসা নিয়ে। এ প্রত্যাশা আমার আপনার সবার। শুভ জন্মদিন মুগ্ধতা ডটকম।

ফেরদৌস রহমান পলাশ