মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

উপদেষ্টা সম্পাদকের শুভেচ্ছা:

মুগ্ধতা.কম

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১০:৩৮ অপরাহ্ণ

উপদেষ্টা সম্পাদকের শুভেচ্ছা

আমাদের শুরুটা ছিলো সমকালীন অনলাইন ম্যাগাজিনগুলোকে অন্ধভাবে নকল না করে নিজেদের মতো করে কিছু করা। ঢাকাকেন্দ্রিক বাংলাদেশে রংপুরের মতো এক মফস্বল শহরে তা করা যে কঠিন, সে আমরা টের পেয়েছি পদে-পদে। ম্যাগাজিন চালাতেও লাগে প্রণোদনা, রংপুরে থেকে যেটা পাওয়া কষ্টের। তারপরও আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের সাধ্যমতো চেষ্টায় মুগ্ধতা ডটকম চালিয়ে নিতে।

মুগ্ধতা ডটকম সবসময় চেয়েছে সমকালীন বিষয়গুলো নিয়ে লিখে মানুষকে সচেতন করতে। মানসম্মত লেখা পাওয়াটাও একটা কঠিন বিষয়। লেখা জোগাড় করা, সেগুলো গুছিয়ে প্রকাশ করাও কষ্টসাধ্য কাজ বটে। মুগ্ধতা টিমের সম্পাদকমণ্ডলী তা করে আসছে হাসিমুখে। বর্তমানে ফেসবুক তাদের রিচ কমিয়ে দেওয়ায় আমাদের অনেক লেখাই মানুষের দৃষ্টিগোচর হচ্ছে না। তারপরও আমাদের ভিউ এখন পর্যন্ত গর্ব করার মতো। মাত্র তিন বছর পেরিয়ে আসা মুগ্ধতা ডট কম এখনও শিশু। আর আমরা সবাই জানি শিশুর জন্য প্রয়োজন পরিচর্যা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একদিন ঠিক মুগ্ধতা ডট কম পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে সে পৌঁছাতে চায় সকলের ভালোবাসা নিয়ে।

বর্ষপূর্তিতে সকল পাঠক,লেখক ও শুভাকাঙ্ক্ষীগণকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। ভালো থাকুন, মুগ্ধতাকে পাশে রাখুন।