মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এই আমি

ব্রজ গোপাল রায়

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

এই আমি

স্বাগতিক এই আমি

আমাকেই করছি ভয়।

ভয়ংকর সময়ের সড়কে নিরুদ্দেশ আমি 

খুঁজি আমার আদিম পরিচয়।

কখন কবে প্রথম 

কোথায় রেখেছি পা

কোন আঁধারের আঁধার মেখে

এই আমি কোন পথে পাবো 

সেই পথের দিশা

যেখানে নেই সময়ের চলাচল

অবিরল 

আশা-নিরাশা ভালোবাসা।