মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একগুচ্ছ কবিতা – সাম্য হামিদ

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২১ , ১০:৩৩ অপরাহ্ণ ;

কবিতা - একগুচ্ছ কবিতা - সাম্য হামিদ

১. মাতৃস্নেহের মতো মাতৃ স্তনেরও তুলনা হয় না।

উপদেশ শুনুন- আপনার শিশুকে বুকের দুধ খাওয়ান।

যিনি বলেন বাচ্চার দুধ কেনার টাকা নেই-

আপনার স্ত্রী কি অনাহারে থাকে?

স্ত্রীর স্তন শুকানোর দায়ে আপনি দণ্ডিত হোন।

২. যদি বিড়াল কবিতা জানতো,

মাছেরা ছটফট করতো কাছাকাছি আসতে।

মাছের চেয়ে বিড়ালের আর প্রেমিকা নেই।

খেয়ে ছেড়ে দেওয়া এটা মূলত বদ অভ্যাস!

 

৩. উত্তর পাবার আশা না করা একমাত্র চিঠির নাম সুইসাইড নোট।

 

৪. যে নারী শিশু আর পতিকে বিছানায় শুইয়ে  পায়চারী করে সারারাত। ভেবে নিন, তিনি দাম্পত্যে অসুখী। দাসী, নয়তো রক্ষিতা।

তোমাদের নগরে এমন নারীর সংখ্যা কত?

৫. সবচেয়ে সেন্সেটিভ মায়েদের পরকীয়া!

মায়েদের প্রেম।

মায়েদের প্রাক্তন।

মাকে নিয়ে গালি!

সবচেয়ে আপনও মা।

তাই লোকেরা দূর্বলতা জেনে গেলে-

মাকে নিয়ে গালি দিতে শিখে গেল।।

মানুষ দূর্বলতা বোঝে-

তারপর আঘাত হানে!

৬. ধর্মগ্রন্থ মতে সর্ব প্রথম যাকে আইসোলেশনে রাখা হয়েছিল তার নাম বিবি হাওয়া।

গন্ধম ও কি ভাইরাস?

আর  বিচ্ছেদের যন্ত্রণা যে পুরুষ পেলেন-

তার নাম কি আদম নয়?

৭. যত্রতত্র ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিকের মত প্রশংসাও রেজিস্টেন্স হল-

তারপর থেকে চতুর নারীরা আর প্রশংসায় ভোলে না!

আমার উপায়?

৮. জগদীশ চন্দ্র বাবু বলে গেলেন যে,

গাছেরও প্রাণ আছে!

তারপর থেকে আমার কষ্ট হল ফুলকে নিয়ে।

রক্ষিতার মতো ফুল কি খচ্চর ভ্রমর কে বলতে পারে-

ছাড়ো! আমার শরীর ভালো নেই!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *