উপদেশ শুনুন- আপনার শিশুকে বুকের দুধ খাওয়ান।
যিনি বলেন বাচ্চার দুধ কেনার টাকা নেই-
আপনার স্ত্রী কি অনাহারে থাকে?
স্ত্রীর স্তন শুকানোর দায়ে আপনি দণ্ডিত হোন।
মাছেরা ছটফট করতো কাছাকাছি আসতে।
মাছের চেয়ে বিড়ালের আর প্রেমিকা নেই।
খেয়ে ছেড়ে দেওয়া এটা মূলত বদ অভ্যাস!
৩. উত্তর পাবার আশা না করা একমাত্র চিঠির নাম সুইসাইড নোট।
৪. যে নারী শিশু আর পতিকে বিছানায় শুইয়ে পায়চারী করে সারারাত। ভেবে নিন, তিনি দাম্পত্যে অসুখী। দাসী, নয়তো রক্ষিতা।
তোমাদের নগরে এমন নারীর সংখ্যা কত?
মায়েদের প্রেম।
মায়েদের প্রাক্তন।
মাকে নিয়ে গালি!
সবচেয়ে আপনও মা।
তাই লোকেরা দূর্বলতা জেনে গেলে-
মাকে নিয়ে গালি দিতে শিখে গেল।।
মানুষ দূর্বলতা বোঝে-
তারপর আঘাত হানে!
গন্ধম ও কি ভাইরাস?
আর বিচ্ছেদের যন্ত্রণা যে পুরুষ পেলেন-
তার নাম কি আদম নয়?
তারপর থেকে চতুর নারীরা আর প্রশংসায় ভোলে না!
আমার উপায়?
গাছেরও প্রাণ আছে!
তারপর থেকে আমার কষ্ট হল ফুলকে নিয়ে।
রক্ষিতার মতো ফুল কি খচ্চর ভ্রমর কে বলতে পারে-
ছাড়ো! আমার শরীর ভালো নেই!