মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একটি একুশ

সাজু কবীর

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩১ পূর্বাহ্ণ ;

একটি একুশ

একটি একুশ প্রতি বছর

সূর্য হয়ে পুব আকাশে ওঠে,

যার ছোঁয়াতে টুকটুকে লাল

শিমুল পলাশ রক্তগোলাপ ফোটে।

দোয়েল কোকিল সুর তুলে যায়

হৃদ-চেতনায় শাপলা-ফোটা গান,

রক্তে গড়া সেই ইতিহাস

বিশ্বজয়ী, সকল ভাষার ভাষার মান। 

One response to “একটি একুশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *