মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একটি চিতার আত্মকথন

শারমিন আখতার মনি

৪ জুন, ২০২৩ , ১:৫৫ অপরাহ্ণ

পথের ধারে পড়ে থাকা কৃষ্ণচূড়া
পাতাগুলো মাড়িয়ে যেতে ভাল্লাগে না;
নিতান্তই ঝামেলা করে,
পায়ে পায়ে জড়ায়, তাই পাশ কেটে যাও।

পঁচা তরমুজ, আপলের সুঘ্রাণে ভুলে যাও
সোঁদা মাটির গন্ধ, প্রিয় নদী।
দেয়ালে সাঁটানো দিন গণনার পৃষ্ঠা
নীরবে উলটে যায়-একটি দিনের শেষে।

শারমিন আখতার মনি
Latest posts by শারমিন আখতার মনি (see all)