মাটি থেকে বীজের জরায়ু ছিঁড়ে একটি গোলাপের চারা বের হলো। তার দেহের শাখা-প্রশাখায় গুটি-গুটি কাঁটা। এমন কি- তার কিছু মিনিট কিছু ঘন্টা অথবা কিছু দিন পর, শাখার কুনুই চিরে একটি কলি, একটি রক্তাক্ত গোলাপের জন্ম।. ..
তারপর, তাকে ছিঁড়ে ফাঁসির মঞ্চে রেখেই কোনো কণ্ঠে উচ্চারিত হলো, গোলাপ আমার প্রিয়!