একটি মেয়ে
অশ্লীল কিছু কথাবার্তা
অশালীন কয়েকজন যুবক
খা খা করা নিঃসঙ্গ একটি দুপুর
রাস্তায় দুই তিনটি কুকুর
ব্যস্ত মাতামাতিতে!
এটা এ পাড়ার এখনকার
প্রতিদিনকার দৈনন্দিন চিত্র!
প্রখর রৌদ্রে একাকি হাঁটছিলাম,
হঠাৎ করে মেঘ এসে
ঢেকে দিল সূর্যের আগুনটাকে!
ঢাকা আগুনটা তবু যেন
এই তপ্ত দুপুরটাকে
শান্ত হতে দিচ্ছে না!
মনে হচ্ছে মেয়েটা সম্পর্কে যুবকগুলোর
অশ্লীল কথাবার্তা আগুনটাকে
আরও উস্কে দিতে বাধ্য করছে!
যুবকগুলো যত খারাপ কথা বলছে
মেয়েটা যেন ভেতরে ভেতরে
ততই কঠিন আর শীতল হচ্ছে!
কথাবার্তার নির্লজ্জ উত্তাপে
মেয়েটার মুখটা রাগে-দুঃখে
অপমানে লাল দেখাচ্ছে,
তার এই রুদ্র রূপ দেখে
ছেলেগুলোর মুখের কথা
সব যেন হঠাৎ বন্ধ হয়ে গেল!
চারিদিকের এ নিস্তব্ধতা দেখে
রাস্তার নেড়ি কুত্তাগুলো লেজ গুটিয়ে
আস্তে আস্তে পিছু হটছিলো!
মেয়েটার মুখ দিয়ে যেন
আগুনের ফুলকি বেরুচ্ছে, তাই দেখে
ছেলেগুলো আস্তে আস্তে
পিছু হটতে হটতে যেন পালিয়ে বাঁচলো!
হঠাৎ করে মেঘ এসে চারিদিক ঢেকে দিল
আকাশ ভেঙ্গে নামলো বৃষ্টির অঝোর ধারা,
মনে হলো পৃথিবীর এ উত্তাপ গ্লানি পাপ
আজ সব একদিনেই ধুয়ে মুছে যাবে!
অবাক বিস্ময়ে দেখছিলাম
বৃষ্টির এ অঝোর ধারা নিমিষেই মেয়েটিকে
কিভাবে যেন স্নিগ্ধ আলোময় করে তুললো!
প্রকৃতির এ অপরূপ
নৈসর্গিক আলোর ছটা
আমার এ বিষন্ন মনটাকে দারুণ এক
মুগ্ধতায় ভরিয়ে দিলো।
একাকি মেয়েটি নির্ভয়ে
আস্তে আস্তে হাঁটতে হাঁটতে
একসময় দূরের রাস্তার ঐ বাঁকে হারিয়ে গেল___
centre de documentation sp cialis s Xrbmts https://oscialipop.com – Cialis Urzjcf Comprar AllР С–Р’В Adelgazante Online Cheap Ciprofloxacin 500mg Cialis Ajtwbp https://oscialipop.com – cialis online without Wocoer