মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একাত্তর

এস এম আনোয়ার আজাদ

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:০৯ পূর্বাহ্ণ ;

একাত্তর

দেখিনি আমি ৭১ এর 

শত্রুদের পাশবিক অত্যাচার 

শুনিনি আমি বুকফাটা কান্না

শত শত মানুষের আর্তনাদ আহাজার।

কত না নির্মম পাকহানাদার বাহিনী

কেপে ওঠে মন আমার 

শুনে একাত্তরের কাহিনী।

মায়ের বুক থেকে, বাছারে নিয়ে কেড়ে

মারছে তারে পায়ে পিষ্ট করে।

শোনেনি তারা মায়ের আর্তনাদ

পাছে তারও করেছে সর্বনাশ।

সম্ভ্রম খানি নিয়েছে তারা কেড়ে

বাঁচতে পারেনি সেও, লাঞ্চিত হয়ে বাড়ি ফিরে।

মা হারিয়েছে বুকের মানিক

বোন হারিয়েছে ভাই

আত্মিয় স্বজন হারিয়ে

দুঃখের সীমা নাই।

ভেঙ্গে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে

জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়ি

প্রাণে মেরেছে, লুট করেছে

জান-মাল, ইজ্জত টাকা-কড়ি।

দেশ মাতার সোনার ছেলেরা 

শক্ত করে তাঁদের মন, করেছে পণ

স্বাধীনতা আনতে ছিনিয়ে

করবে জীবন দান

তবুও রাখবে তাঁরা, মাত্রিভাষার মান।

বাংলা মায়ের সোনার ছেলেরা যুদ্ধে গেল

মুক্তি সেনার বেশে

স্বাধীনতা আনলে ছিনিয়ে

নয় মাস যুদ্ধের শেষে।

এক আকাশ স্বপ্ন নিয়ে 

মা- আছে পথ চেয়ে

পাবে এবার প্রিয় মুখের দেখা

গগণ ভেদে উড়ছে দেখে,

স্বাধীন বাংলার পতাকা।

স্বাধীনতা অর্জীতে কত ক্ষতি সয়েছে, 

কত জীবন করেছে দান

বুঝেছিল তারা মাত্রীভাষার দাম।

এবার-

স্বাধীনতা রক্ষায় যেন হয় মনজোড় সংগ্রাম।

One response to “একাত্তর”

  1. এস এম আনোয়ার আজাদ says:

    ধন্যবাদ মুগ্ধতা.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *