মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একুশের ডাক

নাসরিন নাজ

২১ ফেব্রুয়ারি, ২০২৩ , ১২:৩১ পূর্বাহ্ণ ;

একুশের ডাক

একুশ এসে জানান দিলো

একুশ বলে কথা

মাতৃভাষা বাংলা আমার

নয়তো যথাতথা ৷

মায়ের মুখের প্রথম বুলি

বাংলা সুরে ছন্দ 

বাংলা ভাষায় আনন্দ সুখ

বাংলা মায়ের গন্ধ ৷

একুশ এসে বাংলা ছড়ায়

একুশ এসে পদ্য

একুশ এসে বইয়ের মেলায়

লেখক পাঠক গদ্য৷

একুশ আমার সুরলহরী

একুশ কথার মালা

একুশ আমার মায়ের ভাষা 

একুশ বরন ডালা৷

তাইতো একুশ জগৎ জুড়ে

ডাকছে একুশ ডাক

বাংলা ভাষায় ছড়িয়ে মধু 

তাই বেধেছে চাক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *