একুশ এসে জানান দিলো
একুশ বলে কথা
মাতৃভাষা বাংলা আমার
নয়তো যথাতথা ৷
মায়ের মুখের প্রথম বুলি
বাংলা সুরে ছন্দ
বাংলা ভাষায় আনন্দ সুখ
বাংলা মায়ের গন্ধ ৷
একুশ এসে বাংলা ছড়ায়
একুশ এসে পদ্য
একুশ এসে বইয়ের মেলায়
লেখক পাঠক গদ্য৷
একুশ আমার সুরলহরী
একুশ কথার মালা
একুশ আমার মায়ের ভাষা
একুশ বরন ডালা৷
তাইতো একুশ জগৎ জুড়ে
ডাকছে একুশ ডাক
বাংলা ভাষায় ছড়িয়ে মধু
তাই বেধেছে চাক৷