একুশ তুমি প্রতিটি বাঙালির অহংকার
তোমার তরে তাজা তাজা প্রাণ অকাতরে
ঝরে ফেললেও, আদায় করে নিয়েছ,
বাংলা মায়ের আদরমাখা মাতৃভাষার।
বাংলার একুশ আজ নয় শুধু আমার, আপনার
শত বঞ্চনা, গঞ্জনার আহাজারির নিপাত ঘটিয়ে
দেশে-বিদেশে শত কোটি বাঙালির আত্মায়,
শিকড় গজিয়েছ ভালবাসায় বাংলা ভাষার।
মাগো, পাকিস্তানি পিশাচেরা কেড়ে নিতে চেয়েছিল
তোমার আচঁলমাখা মুখের ভাষা, প্রানের ভাষা
ফেব্রুয়ারির একুশ তারিখে দামাল ছেলেদের
অগ্নিঝরা রক্তিম সূর্যের ত্যাজ, তাদের উচিৎ শিক্ষা দিলো।
রক্তের অগ্নিশিখায় অন্তর পুড়ে পুড়ে
বাংলা মায়ের নব উত্থানে জাগ্রত সন্তানেরা
মাতৃভাষাকে বুকের মধ্যে আগলে রেখে,
রক্তে রাঙা হাত নিয়ে উজ্জীবিত করেছে
একুশের বাংলাকে, মাথা উঁচু দাঁড় করিয়েছে
আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্ব মায়ের দরবারে।