একুশ ফেব্রুয়ারি হলো
মনো বলের দিন,
একুশ ফেব্রুয়ারি হলো
ভাষা পাওয়ার ঋণ।
একুশ ফেব্রুয়ারি হলো
বদলে দেওয়ার ক্ষণ,
একুশ ফেব্রুয়ারি হলো
ভাষায় রঙিন মন।
একুশ ফেব্রুয়ারি হলো
মায়ের আশা পূরণ,
একুশ ফেব্রুয়ারি হলো
ভাষার জন্য মরণ।
একুশ ফেব্রুয়ারি হলো
অর্জনের মহাদিন,
একুশ ফেব্রুয়ারি হলো
বাংলার বিজয় বীণ।