একুশ মানে মাতৃভাষা,
অশ্রুদীপ্ত চোখে নতুন আশা,
একুশ মানে পলাশ রাঙা ফাগুন,
ছেলে হারা মায়ের বুকে আগুন,
একুশ মানে শহিদ মিনারে জ্বলজলে বাংলা বর্ণমালা,
প্রভাতফেরীতে যাবো বলে সাজিয়ে রাখি ফুলের ডালা,
একুশ মানে রফিক শফিক সালাম বরকত,
রাষ্ট্রভাষার দাবিতে রক্ত রাঙা রাজপথ,
একুশ মানে চেতনা জাগ্রত হওয়ার গান,
সোচ্চার হয়ে রাখতে হবে মাতৃভাষার মান।