আমার কবিতার নাম একুশ
বরকত সালাম রফিক জব্বার
কিংবা আমার আগুন জ্বলা ফাগুন
আমার বাঙালি সত্বা আমার প্রভাত ফেরি
আমার কবিতার নাম –
ফুলে ফুলে ছেয়ে যাওয়া শহিদ মিনার।
আমার কবিতার নাম একুশ
আমার কবিতার নাম উনসত্তর
আমার কবিতার নাম ছাব্বিশ আর ষোল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল
রেসকোর্স আমার কবিতার অঙ্কুর।
বাঙালি বাংলা বাংলা বর্ণামালা
আমার কবিতার ভাষা,
শহিদের রক্ত আমার কলমের কালি
আমার কবিতা মানে বাংলায় কথা বলা।
কবিতার শব্দগুলো বাংলার মেঠোপথ থেকে
চেয়ে নেয়া
কবিতাগুলো বাংলায় কথা বলে –
বলে “চির উন্নত মম শির”।