গান কবিতা গদ্য লিখি
লিখি গল্প ছড়া
পড়তে গিয়ে পাঠক বাবুর
ভীষণ বায়ুচড়া।
প্রতি কলাম বানানে ভুল
বাদ পরেনি চুরি
পরের লেখা জুড়ে দিয়ে
করছি বাহাদুরি।
নামের আগে লেখক কবি
নয়তো গীতিকার
ঝাঁকড়া চুলে দাড়ি গোঁফে
মিশে একাকার।
একের ভিতর বহুগুণী
বেশ তো চাপাবাজি
কথায় কথায় আইন আদালত
বিয়ের বেলায় কাজী।