মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

একের ভিতর বহুগুণী

শরিফুল আলম অপু

৮ জুলাই, ২০২০ , ২:৫৬ অপরাহ্ণ

গান কবিতা গদ্য লিখি

লিখি গল্প ছড়া

পড়তে গিয়ে পাঠক বাবুর

ভীষণ বায়ুচড়া।

 

প্রতি কলাম বানানে ভুল

বাদ পরেনি চুরি

পরের লেখা জুড়ে দিয়ে

করছি বাহাদুরি।

 

নামের আগে লেখক কবি

নয়তো গীতিকার

ঝাঁকড়া চুলে দাড়ি গোঁফে

মিশে একাকার।

 

একের ভিতর বহুগুণী

বেশ তো চাপাবাজি

কথায় কথায় আইন আদালত

বিয়ের বেলায় কাজী।

শরিফুল আলম অপু
Latest posts by শরিফুল আলম অপু (see all)