মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এটিএম মোর্শেদের দুটি ছড়া

এটিএম মোর্শেদ

১৩ ফেব্রুয়ারি, ২০২১ , ১১:০৯ অপরাহ্ণ

এটিএম মোর্শেদের দুটি ছড়া

১.

শীত-গ্রীষ্ম সমান তাদের

ইদু মিয়ার ছয়টি ছেলে

আর কীসের অভাব তার,

একটা নাকি জেলে আছে

আজ আরেকটা ক্যাডার।

গাড়ি আছে-বাড়ি আছে

আছে শত নাম -ডাক,

লেখাপড়া জ্ঞান-গরিমা 

কিছুই থাক বা নাই থাক।

একটা করে সরকারি দল

আরেকটা বিরোধী,

শীত-গ্রীষ্ম সমান তাদের

ক্ষমতায় নিরবধি।

আমদানি আর রপ্তানিতে 

নেইতো তাদের জুড়ি,

মাদকদ্রব্য সোনা-দানার

ব্যবসা ভুরিভুরি।

একটা থাকে মিডিলিস্টে

আরেকটা ওয়েস্টার্ন, 

ওদের সাথে পাল্লা দিলে 

বাঁচবে কী আর প্রাণ।

২.

বৌ

সহজ-সরল ইদু মিয়ার 

অতি সাদা মন,

মনে কোনো সুখ নাই তার

দুঃখ সারাক্ষণ।

বৌ ছাড়া তার কেউ নাই আর

আপন তিন কূলে,

দিন-রাত্রি শাসায় সে বৌ 

আঙুল তুলে তুলে।

এটিএম মোর্শেদ
Latest posts by এটিএম মোর্শেদ (see all)