মৃত্যুহীন জীবন কল্পনাতীত
তবুও বাঁচার আকুতি সবার।
নির্ধারিত করা সকলের আয়ু
তবু টেনে বাড়ানোর কি চেষ্টা।
দুনিয়ার উল্লাসে মত্ত আমরা
ভুলে যাই পরকালের কথা।
নিকটজন কেউ নিলে বিদায়
ব্যথায় কেঁদে স্মরি মরণ।
মৃত্যুর ভয়ে ভীত হইনা কেউ
চোরের ভয়ে হই ভীত।
আখিরাতের সম্পদের হিসেব
ভুলে দুনিয়াদারিতে ব্যস্ত।
কবে আসবে ডাক কেউ জানিনা
সে খবরের হিসেব রাখিনা।
আসবে যখন পরোয়ানা হাতে
আদৌ কি সময় জুটবে?
সম্পদশালী ক্ষমতাধর কিংবা
দুনিয়ার সেরা বাদশাহ।
পারবে কি সেই শেষডাক ভুলে
নিজের ইচ্ছায় চলতে?
আমলনামা হালনাগাদ করতে
হতে হবে আগুয়ান।
লিখে রাখ তোমার নিজের এপিটাফ
মৃত্যুকে করতে আলিঙ্গন।