মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এবার না হয় আমরা হেরেই গেলাম

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

জাকির আহমেদ

চারপাশের অন্যায় আবিচার কিংবা ছোট ছোট আপরাধগুলো দেখতে আপনি এতটাই অভ্যস্ত যে,অনেক বড় আপরাধও কখনো কখনো আপনার কাছে আর আপরাধ মনে হয় না। তাইবলে কি আপরাধী নিরপরাধীহয়ে যাবে?কখনোই না। আপরাধী তার সাজা পাবেই পাবে।

তুমি-আমি কিংবা আমরা হয়তো সেই সাজা দেখবো না কিন্তু যিনি আপরাধী তিনি ঠিক বুঝতে পারবেন, কোন আপরাধের সাজা ভোগ করছেন তিনি…।

সব বিজয় সামনাসামনি আসে না, কখনো কখনো হেরে গিয়েও জিততে হয়।

এবার না হয় হেরেই গেলাম!