এমন একটা কবিতা লিখতে ইচ্ছে করে
যেখানে বহু মানুষকে গালি দিলে অল্প কয়েকটা মানুষের কলিজা ঠাণ্ডা হবে,
যেখানে অল্প কয়েকটা মানুষের চিৎকার বহু মানুষের কলিজায় আগুন ধরিয়ে দেবে।
সেই কবিতায় রান্নাঘরে থরে থরে ভাত সাজানো থাকবে
মাঠের মধ্যে ফুটে ওঠা ফসলের দাম লেখা থাকবে
রাস্তায় রাস্তায় মানুষের নামে সম্মান বরাদ্দ থাকবে
মানুষের জন্য ন্যায্যতা সাজানো থাকবে থরে থরে,
অথচ এই বরাদ্দটুকু সেইসব বহু মানুষের কলিজায় আগুন ধরিয়ে দেবে-
আগুন দেখে অল্প মানুষেরা দলে দলে ছুটে আসবে
তাদের দয়ায় আবার ঝরে পড়বে অসংখ্য কান্নার ফোঁটা
সেই পানিতে আগুন নিভবে না, দাউদাউ করে জ্বলতে থাকবে অনর্গল।
তখন মানুষেরা আমাকে কবিতা মুছে ফেলতে বলবে,
আমি ইরেজার খুঁজে পাব না, আমি বারান্দা ছেড়ে পালিয়ে যাব
আমার কবিতার খাতা বাতাসে উড়তে থাকবে, বহু বহুদূরে ছড়াতে থাকবে-
এমন একটা কবিতা লিখতে ইচ্ছে করে।