মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এস এম খ‌লিল বাবুর দুটি ছড়া

মুগ্ধতা.কম

১৩ ফেব্রুয়ারি, ২০২১ , ১১:৫৯ অপরাহ্ণ

এস এম খ‌লিল বাবুর দুটি ছড়া

কী?

ও‌ মিয়া হা‌তে কী

‌ঘি ভাত পা‌তে কী

আপনার তা‌তে কী ।

কই যান শন শন

চ‌লে যান ভন ভন

ছড়া আ‌ছে সা‌থে কি?

আজ‌কের ঠাণ্ডা

মা‌রে বেশ ডাণ্ডা

কম্বল সা‌থে কি?

সুখ দুখ অভা‌বে

‌দিন যায় এভা‌বে

এ‌তে আ‌সে কা‌রো কি?

২.

হলুদ পাখি

হলুদ পাখি, হলুদ পাখি

করছি তোরে ডাকাডাকি

সন্ধ্যা থেকে ভোরে-

ডাকছি আমি তোরে ॥

কখন যাস আর কখন আসিস

একটু আমায় ভালোবাসিস

পাইনা কাছে তোরে-

ডাকব কত জোরে!

ঘুম পাড়িয়ে আমায় দেনা

শুনব না আর কোনো মানা

দিব্বি দিলাম তোরে-

যাসনে ছেড়ে মোরে ॥