চলুক কবি এগিয়ে যাওয়ার এই প্রয়াস,
কাব্য ও কবিতার সাথে হোক বসবাস।
সমৃদ্ধ হোক বাংলা ভাষা ও সাহিত্য,
ফেসবুক থেকে বেড়িয়ে লোকে কবিতা পড়ুক নিত্য।
শুরু হোক চর্চা, শুরু হোক আবার আন্দোলন,
কবিতার ঝাণ্ডা ঘরে ঘরে হোক উত্তোলন।
বিশেষ দিন কিংবা মেলা কেন্দ্রিক চর্চা নয়,
কাব্য ও কবিতার চর্চা হোক সারা বছরময়।
চর্চা চলুক ঘরে- ঘরে, চর্চা চলুক শিক্ষাপ্রতিষ্ঠানে,
চর্চা চলুক অফিসে অফিসে চলুক সব অনুষ্ঠানে।
এগিয়ে যাক বাংলা সাহিত্য এগিয়ে যাক অনেক দূর।
কবিতা দিবসে হোক গানের চর্চা,কবিতায় বেধে সুর।
[ আজ কবিতা দিবসে সকল কবিতাকর্মীকে শুভেচ্ছা]