মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কবিতা যখন বখাটে

আদিল ফকির

১ ফেব্রুয়ারি, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

কবিতা যখন বখাটে

অন্যকিছু

এক ঝাঁক পাখি

খোলা আকাশ

শব্দ খেলা

হা হা হা

মেলে না

তবু তুমি আমার কবিতা

জুতোর ফিতা

কিছু বালি

হি হি হি

যখন তার ছেঁড়া

মন চায়

আমি লিখব

গরু যখন ঘাস খায়

অযথা

দলিল অথবা স্ট্যাম্প

বলতে পারি

ছেঁড়া টাকা

আজব 

সব পাগলে পাগল

হারানো দিন

লুকোচুরি

চুপচাপ

মাথা গরম

এক কাপ চা

হা হা হা

ছেড়া বেল্ট

অগোছালোই গোছালো

আমার জীবন

হা হা হা

পাগল কাঁদে

তোমার ছেঁড়া জামা

তোমার ফ্যাশন

আমার লেখা

যখন বখাটে