কবি নূরুল ইসলাম কাব্যবিনোদের জন্মদিন পালন

মুগ্ধতা ডেস্ক।।

২১ ডিসেম্বর, ২০২২ , ১১:০৪ পূর্বাহ্ণ ; 67 Views

কবি নূরুল ইসলাম কাব্যবিনোদের জন্মদিন পালন

রংপুর তথা উত্তরবঙ্গের বর্ষীয়ান কবি প্রয়াত কবি নূরুল ইসলাম কাব্যবিনোদেন ১১৫ তম জন্মদিন পালিত হয়েছে ২০ ডিসেম্বর মঙ্গলবার। বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে সংগঠনের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে নূরুল ইসলাম কাব্যবিনোদের জীবন ও কাজ নিয়ে অলোচনা করেন

কবি বাদল রহমান, ছান্দসিক এর সাবেক সাধারণ সম্পাদক ব্রজ গোপাল রায়,  ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু, কবি ও গীতিকার সওদা খানম মিনু, সহ সভাপতি আসহাদুজ্জামান মিলন, ফিরেদেখা সম্পাদক সাকিল মাসুদ, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, রংপুর বেতারের গীতিকার বেলায়েত হোসেন, তারুণ্যের পদাবলি সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, সংগঠনের সাহিত্য সম্পাদক সেলিনা সাত্তার শেলী, সাংগঠনিক সম্পাদক, শ্রাবণ বাঙালী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান শাপলা, সুচনা জামান, লেখক ও  সাংবাদিক শাহ আলম, জিয়াউল আলম ফারুকী,  মিনার বসুনিয়া, অর্থ সম্পাদক আতাউর রহমান তুহিন, ছোট্ট শিশু আসফি বিনতে জামান,  ফারিহান ইবনে জামান প্রমুখ।

জন্মদিন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন।

এই দিন সংগঠনের পক্ষ থেকে সাহিত্য সম্মেলনের কথা থাকলেও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে তা স্থগিত করতে হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন। শীঘ্রই পরবর্তী তারিখ জানানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *