মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কমল কুজুরের জোড়া কবিতা

কমল কুজুর

৫ জুলাই, ২০২০ , ১২:১০ অপরাহ্ণ

কমল কুজুরের জোড়া কবিতা

১ বৈরিতা

তোমার বাসার সামনে দিয়ে

চলে যাওয়া ছোট্ট গাঁয়ের পথ‚

ধুলো উড়িয়ে ছুটে যায়

গরু মহিষ আর ছাগলের পাল‚

অকারণে দৌড়ে বেড়ায় শিশুর দল;

শুধু খেলা আর খেলা-

সারা দিনমান!

 

পথ-পাশে কলমির ঝোঁপ‚

বাঁশঝাড়ে হরেক রকমের পাখি;

গেয়ে যায় গান-

সুমধুর সুরে;

আনন্দে রাঙাতে তোমায়-

সারাক্ষণ!

 

গেটের কাছেই লাল নীল

বেগুনি রঙের বুনোফুল থাকে ফুটে‚

স্বপনের বারতা সাজিয়ে-

স্বাগত জানাতে তোমায়!

তুমি পথে নামলেই শান্তিবার্তা

ছড়িয়ে দেয় চারিপাশে!

 

চেয়ে দেখো‚

সমস্তু প্রকৃতি তোমার ছোঁয়ায়

মত্তপ্রায়; আসা-যাওয়ার

পথে যে সুবাস ছড়িয়ে যাও‚

তাতেই বিষন্ন ধরণীর সব

কষ্টের সমাপ্তি ঘটে-

এক লহমায়!

 

হ্যাঁ‚ সমস্ত পৃথিবীর-

সবারই দুঃখ-কষ্ট লাঘব হয়!

শুধুমাত্র একজনেরটা ছাড়া…

আচ্ছা‚ আমার সাথেই এতো বৈষম্য কেন?

২ অপূর্ণতা

তোমার স্বপ্নের সাতরঙে নিজেকে রাঙাই‚

সাদাকালো জীবনটাকে

রঙিন করে তোলার অভিপ্রায়ে;

ভাবনাহীন অসীম সুখের মূহুর্তেও দ্বিধা-মিশ্রিত

অনিশ্চয়তার আশংকা লেগেই থাকে;

– যমদূত প্রায়।

 

তাই তো অবিশ্বাসের দোলাচলে নিত্য বসবাস-

বেগুনি আর আকাশি রঙের ঝর্ণাধারায় অশান্ত

অবগাহন‚ যদিও আকাঙ্ক্ষা ও প্রাপ্তির খাতায়

গরমিলের চেয়ে সাদৃশ্যের ভাষাই

বেশি লক্ষিত হয়।

 

এতো মিল এতো মুগ্ধতা

এতো মধুরতার শেষ বিন্দুতে

পৌঁছানোর সেই স্বপ্নটা তোমার‚

কি এক ভ্রান্ত নিয়মের বেড়াজালে-

আজো অধরাই থেকে যায়‚

নাকি রেখে দাও?

কমল কুজুর
Latest posts by কমল কুজুর (see all)