মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

করোনাকালীন ৫ টি ছড়া

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ ;

খলিল ইমতিয়াজের করোনাকালীন ৫ টি ছড়া

১.লক ডাউন

লক ডাউনে সবাই তো

ঘুরঘুরে মন জবাই তো

আর্মি-পুলিশ যেই বিদায়

হামলে পড়ে পেট খিদায়

মন আসলে মানে না

ঘর আসলে টানে না

ঘুরছি ঘরে বোর লাগে

খুঁড়ছি নিজের গোর আগে।

২.শাহআলম স্যার

কোয়ারেন্টাইনে

স্যারের হাত পাইনে

পাইন গাছে সূক্ষ্ম পাতা

অপর পাশে বৃক্ষ-মাতা।

৩.ইশারা

ঘুরে ফিরে তাকেই আমার ভাল লাগে

চোখ বুজলেও তার ছবিতেই আলো লাগে

এই করোনায় তার ইশারাই মনের ছবি

মুলতবি থাক প্রেমের আলাপ, ব্যস্ত কবি!

৪.ঘাপটি মারা

আদা রসুন লেবুর চায়ে

মনটা বেজায় ফুরফুরে

লবণ-জলের গরম ভাপে

নাকটা কেমন সুড়সুড়ে

ঠাণ্ডা কোক আর আইসক্রিমে

ঝোঁক ঝেড়েছি এক মনে

শপিং টপিং শিকেয় তুলে

ঘাপটি মারি ঘর কোণে।

৫. দিন মজুরের দিন

দিন মজুরের দিন কাটে না

খাবার নেই

আয়ের চাকা থমকে আছে

যাবার নেই

জায়গা কোথাও। সব বন্ধ

দোকান পাট

আবার কবে খুলবে সবই

বাজার হাট।

নেই তো কোথাও খেপ মারা আর

অলস ভ্যান

পেট তো নিয়ম বোঝে না, খাই

ভাতের ফ্যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *