লক ডাউনে সবাই তো
ঘুরঘুরে মন জবাই তো
আর্মি-পুলিশ যেই বিদায়
হামলে পড়ে পেট খিদায়
মন আসলে মানে না
ঘর আসলে টানে না
ঘুরছি ঘরে বোর লাগে
খুঁড়ছি নিজের গোর আগে।
কোয়ারেন্টাইনে
স্যারের হাত পাইনে
পাইন গাছে সূক্ষ্ম পাতা
অপর পাশে বৃক্ষ-মাতা।
ঘুরে ফিরে তাকেই আমার ভাল লাগে
চোখ বুজলেও তার ছবিতেই আলো লাগে
এই করোনায় তার ইশারাই মনের ছবি
মুলতবি থাক প্রেমের আলাপ, ব্যস্ত কবি!
আদা রসুন লেবুর চায়ে
মনটা বেজায় ফুরফুরে
লবণ-জলের গরম ভাপে
নাকটা কেমন সুড়সুড়ে
ঠাণ্ডা কোক আর আইসক্রিমে
ঝোঁক ঝেড়েছি এক মনে
শপিং টপিং শিকেয় তুলে
ঘাপটি মারি ঘর কোণে।
দিন মজুরের দিন কাটে না
খাবার নেই
আয়ের চাকা থমকে আছে
যাবার নেই
জায়গা কোথাও। সব বন্ধ
দোকান পাট
আবার কবে খুলবে সবই
বাজার হাট।
নেই তো কোথাও খেপ মারা আর
অলস ভ্যান
পেট তো নিয়ম বোঝে না, খাই
ভাতের ফ্যান।